Solution
Correct Answer: Option C
ইতালিয়ান শব্দ 'সনেট' এর বাংলা অর্থ চতুর্দশপদী
কবিতা। একটি মাত্র ভাব বা অনুভূতি যখন ১৪ অক্ষরের
চতুর্দশ পঙ্ক্তিতে (কখনো কখনো ১৮ অক্ষরও ব্যবহৃত হয়)
বিশেষ ছন্দরীতিতে প্রকাশ পায়, তাকেই সনেট বা
চতুর্দশপদী কবিতা বলে। ইতালীয় কবি পেত্রার্ক এ ধারার
আদি কবি। বাংলায় মাইকেল মধুসূদন দত্ত সনেট রচনার
প্রবর্তক।