Solution
Correct Answer: Option B
কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে, সেগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে । যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, সেগুলোকে নির্দেশক বলে। যেমন: টি. টা, খানা, খানি, গাছা, গাছি, গুলি, গুলা, গুলিন, জন।
অপরদিকে, ‘তম’ সংখ্যাবাচক শব্দের শেষে বসে। যেমন: বারোতম, তেরোতম, পনেরোতম।