কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন?

A শর্ত

B ভূত

C ভাবী

D সবগুলো

Solution

Correct Answer: Option D

যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না অর্থাৎ বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাই অসমাপিকা ক্রিয়া। যেমন:
- প্রভাতে সূর্য উঠলে ...(অন্ধকার দূর হয়)। প্রদত্ত উদাহরণে ‘উঠলে অসমাপিকা ক্রিয়া।

অসমাপিকা ক্রিয়া ৩ প্রকার। যথা:
-  ভূত অসমাপিকা (সে গান করে আনন্দ পায়।),
- ভাবী অসমাপিকা (সে গান শিখতে রাজশাহী যায়।) ও
- শর্ত অসমাপিকা (গান করলে তার মন ভালো হয়।)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions