‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
Solution
Correct Answer: Option D
‘মঙ্গল’ অর্থ কল্যাণ। যে কাব্যে দেবতার আরাধনা বা মাহাত্ম্য-কীর্তন করা হয়; যে কাব্য শ্রবণ করলেও মঙ্গল হয় বা ঘরে রাখলেও মঙ্গল হয় অথবা এক মঙ্গলবার শুরু হতো এবং পরবর্তী মঙ্গলবার শেষ হতো, তাকেই বলা হয় মঙ্গলকাব্য।মূলত, লৌকিক দেব-দেবী নিয়ে রচিত কাব্যই মঙ্গলকাব্য।
- চণ্ডীদেবীর কাহিনী অবলম্বনে চণ্ডীমঙ্গল কাব্য রচিত।
- এটি দুই খণ্ডে বিভক্ত। প্রথমটি আখেটিক বা ব্যাধ কালকেতু-ফুল্লরার কাহিনী এবং দ্বিতীয়টি বণিক বা ধনপতি সওদাগরের কাহিনী। দুই খণ্ডের চণ্ডী নাম এক হলেও দুজন পৃথক দেবী।
- প্রথম খণ্ড কালকেতু-ফুল্লরার কাহিনীর দেবী চণ্ডী অরণ্যের পশুকূলের পূজা গ্রহণ করেন এবং ব্যাধসন্তান কালকেতুকে তার পূজার জন্য নির্দেশ দান করেন। আবার, ধনপতি সওদাগরের কাহিনীর চণ্ডী রাখালদের পূজা গ্রহণ করে, হারানো জিনিস উদ্ধার করে দেন, কখনো কমলে- কামিনী রূপ পরিগ্রহ করেন। সুতরাং, চণ্ডীমঙ্গল কাব্যের দুই চণ্ডী এবং পৌরাণিক চরিত্র চণ্ডীর মধ্যে কোনো সাদৃশ্য নেই। তারপরও তিন চণ্ডীর স্বামীই শিব। কারণ, চণ্ডীমঙ্গল কাব্যের দেবী (চণ্ডী) কখনো সতী, কখনো পার্বতী উমারূপে বিরাজিত। উভয় ক্ষেত্রেই শিবের সাথে তাদের সংসারধর্মের কাহিনী বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। হিন্দুধর্মের দেবতা বিষ্ণু। জগন্নাথ হলেন হিন্দু ধর্মের দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। প্রজাপতি হলেন হিন্দুধর্মের বৈদিক দেবতা।