Solution
Correct Answer: Option C
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ 'প্রলয়শিখা' (১৯৩০)। কাব্যটি ১৭ সেপ্টেম্বর, ১৯৩০ সালে বৃটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয় এবং এ কাব্য রচনার জন্য কাজী নজরুল ইসলাম ৬ মাস কারাভোগ করেন।
- সৈয়দ শামসুল হক রচিত প্রথম উপন্যাস ‘নিষিদ্ধ লোবান' (১৯৫৬);
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ 'অনল প্রবাহ (১৯০০);
- সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ ‘হরতাল’ (১৯৬২)।