সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-

A তেগা

B আলফা সেন্টাউরি

C আলফা সেন্টাউরি

D প্রক্সিমা সেন্টাউরি

Solution

Correct Answer: Option D

যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে সেগুলোকে নক্ষত্র বলে। মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো হলো জ্বলন্ত গ্যাসপিণ্ড এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি (Proxima Centauri) পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪.২ আলোক বর্ষ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions