বাংলা উপন্যাস সাহিত্যে 'মজিদ' চরিত্রটি কোন ঔপন্যাসিকের সৃষ্টি?
Solution
Correct Answer: Option D
গ্রাম-বাংলায় ধর্ম নিয়ে একটি শ্রেণির ব্যক্তিস্বার্থ অর্জন ও নারী জাগরণের চিত্র নিয়ে সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা করেন 'লালসালু' (১৯৪৮)। নোয়াখালী অঞ্চল থেকে মজিদ নামের একটি কূটচরিত্র গারো পাহাড়ি অঞ্চলে গিয়ে সেই এলাকার মানুষকে ধর্মের নামে কিভাবে শোষণ করে, সেই বাস্তব চিত্র ফুটে উঠেছে এ উপন্যাসে। সে এক গ্রামের ভাঙা কবরকে প্রখ্যাত মোদাচ্ছের পীরের কবর বলে সেখানে মাজার প্রতিষ্ঠা করে। ধর্ম ব্যবসায়ী মজিদ অর্থ ও প্রভাব বৃদ্ধির সাথে সাথে অল্পবয়সী জমিলাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করে। মজিদ গ্রামের মোড়লদেরও নিয়ন্ত্রণ করে একক আধিপত্য প্রতিষ্ঠা করে।