Solution
Correct Answer: Option C
• জীবনানন্দ দাশ রচিত মননশীল ও নন্দনভাবনামুলক প্রবন্ধগ্রন্থ 'কবিতার কথা (১৯৫৫), যা তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়।
• এ গ্রন্থে সংকলিত ১৫টি প্রবন্ধ কবির জীবদ্দশায় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
• ‘কবিতার কথা, ‘রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা', ‘কবিতার আত্মা ও শরীর’, ‘কবিতা পাঠ', দেশ কাল ও কবিতা, ‘অসমাপ্ত আলোচনা প্রভৃতি এ গ্রন্থের বিখ্যাত প্রবন্ধ।
• কবিতার কথা শিরোনামে রচিত প্রবন্ধের শুরুতেই কবি বলেছেন, 'সকলেই কবি নয়, কেউ কেউ কবি।'