০২টি সংখ্যার গুণফল ৬০০। এদের গ.সা.গু ১৫ হলে ল.সা.গু কত?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল ৬০০
সংখ্যা দুইটির গ.সা.গু ১৫
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ল.সা.গু × ১৫ = ৬০০
⇒ ল.সা.গু = ৬০০/১৫
∴ ল.সা.গু = ৪০