নোবেল বিজয়ী মালালা ইউসুফ আই কোন দেশের নাগরিক?
A ভারত
B পাকিস্তান
C বাংলাদেশ
D নেপাল
Solution
Correct Answer: Option B
মালালা ইউসুফজাই ১৯৯৭ সালে পাকিস্তানে
জন্মগ্রহণ করেন। সারা বিশ্বে তিনি শিক্ষা আন্দোলনকর্মী
হিসেবে পরিচিত। তিনি ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী
হিসেবে নারী শিক্ষার অধিকারের লড়াইয়ে অবদান রাখায়
নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।