পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কী পরিবর্তন ঘটে?
A বাড়তে থাকে
B কমতে থাকে
C একই থাকে
D কমবেশী হয়
Solution
Correct Answer: Option C
যে তাপমাত্রায় কোন তরল পদার্থ বাষ্পে পরিণত
হতে শুরু করে তাকে উক্ত পদার্থের স্ফুটনাংক বলা হয়।
তাপ প্রয়োগের মাধ্যমে তরলের তাপমাত্রা বৃদ্ধি করতে
থাকলে এক পর্যায়ে তাপমাত্রা স্থির হয়ে যায়। এর পর আর
তাপ প্রয়োগ করলেও তাপমাত্রার কোন পরিবর্তন হয় না।