‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির রচয়িতা?

A মুহম্মদ আব্দুল হাই

B ড. মুহম্মদ শহীদুল্লাহ

C আবুল মনসুর আহমদ

D আতাউর রহমান

Solution

Correct Answer: Option C

খেলাফত ও অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সময়কাল পর্যন্ত প্রতিটি ঘটনার প্রত্যক্ষদর্শী ও সক্রিয় কর্মী আবুল মনসুর আহমদ রচিত স্মৃতিকথামূলক রাজনীতি বিষয়ক গ্রন্থ 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' (১৯৬৯)। বইটিতে খেলাফত ও অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে।

তাঁর রচিত উপন্যাস:
‘সত্যমিথ্যা' (১৯৫৩),
'জীবনক্ষুধা' (১৯৫৫),
‘আবে হায়াত' (১৯৬৮);

গল্পগ্রন্থ: 'আয়না' (১৯৩৫), 'ফুড কনফারেন্স' (১৯৪৪), ‘আসমানী পর্দা' (১৯৬৪)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions