'পথের দাবী' উপন্যাসের রচয়িতা-

A বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

B শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

C কাজী ইমদাদুল হক

D বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Solution

Correct Answer: Option B

শরত্চন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস ‘পথের দাবী' (১৯২৬)। ব্রহ্মদেশের এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী এ উপন্যাসের প্রধান চরিত্র। এ উপন্যাসের মাধ্যমে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা ও সশস্ত্র বিপ্লবকে সমর্থন করার কারণে ব্রিটিশ সরকার কর্তৃক উপন্যাসটি নিষিদ্ধ হয়।

তার রচিত অন্যান্য উপন্যাস:
‘বড়দিদি' (১৯০৭),
'বিরাজ বৌ (১৯১৪),
'পল্লীসমাজ' (১৯১৬),
'নিষ্কৃতি' (১৯১৭),
‘শ্রীকান্ত' (১ম খণ্ড- ১৯১৭, ২য় খণ্ড- ১৯১৮, ৩য় খণ্ড- ১৯২৭, ৪র্থ খণ্ড- ১৯৩৩),
‘দেবদাস (১৯১৭),
'চরিত্রহীন' (১৯১৭),
'দত্তা' (১৯১৮),
'গৃহদাহ' (১৯২০),
'দেনাপাওনা' (১৯২৩),
'বিপ্রদাস',
'শেষ প্রশ্ন',
‘শেষের পরিচয়’,
‘পরিণীতা’,
‘পণ্ডিত মশাই’,
‘বৈকুণ্ঠের উইল’,
‘অরক্ষণীয়া’,
‘বামুনের মেয়ে’,
‘নববিধান ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions