এসি-কে ডিসি-তে রূপান্তরকরণের উপাদানের নাম কি?
Solution
Correct Answer: Option D
Alternating Current (AC) হচ্ছে পরিবর্তী তড়িৎ
প্রবাহ যা নির্দিষ্ট সময় পর পর বিপরীতগামী হয়। অন্যদিকে,
Direct Current (DC) হচ্ছে একমুখী তড়িৎ প্রবাহ যার
কোনো দিকের পরিবর্তন হয় না। AC কে DC করা হয়।
রেক্টিফায়ারের সাহায্যে এবং DC কে AC করা হয়
অসিলেটরের সাহায্যে।