কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
A মাথা ঝিমঝিম করছে।
B তোমার পরিশ্রমের ফল এসেছে।
C মা শিশুটিকে হাসান।
D শিশুটি কাঁদে।
Solution
Correct Answer: Option C
যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য
কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে।
যেমন: মা শিশুটিকে হাসান। প্রদত্ত বাক্যে মাকে দিয়ে
শিশুটিকে হাসানোর কাজটি সম্পন্ন হচ্ছে, যা প্রযোজক
ক্রিয়া।