Solution
Correct Answer: Option A
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়।
যেমন:
চন্দ্ৰ (তৎসম) > চন্দ (প্রাকৃত) > চাঁদ (তদ্ভব)।
সূর্য, নক্ষত্র, গগন হলো তৎসম শব্দ।