Solution
Correct Answer: Option B
• প্যারীচাঁদ মিত্র কর্তৃক রচিত সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮)।
• উপন্যাসটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত।
• এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস, যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'মাসিক পত্রিকায় লিখতেন।
• এটি কথ্য ভাষায় লিখিত, যা 'আলালি ভাষা' নামে পরিচিত।
• ধনাঢ্য বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে মিশে এবং শিক্ষার প্রতি পিতার অবহেলার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। পিতার মৃত্যুর পর সব সম্পত্তির বিনাশ সাধন করার পর তার বোধোদয় ঘটে। ফলে হৃদয়-মন পরিবর্তিত হওয়ায় সে সৎ ও ধর্মনিষ্ঠ হয়।
• চরিত্র: মতিলাল, মোকাজান মিঞা বা ঠক চাচা, পূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর।
• তাঁর রচিত অন্যান্য গ্রন্থঃ
- 'মদ খাওয়া বড় দায়,
- জাত থাকার কি উপায়' (১৮৫৯),
- 'রামারঞ্জিকা' (১৮৬০),
- 'গীতাঙ্কুর (১৮৬১),
- 'যকিঞ্চিৎ' (১৮৬৫),
- 'অভেদী' (১৮৭১),
- 'ডেভিড হেয়ারের জীবনচরিত (১৮৭৮),
- 'আধ্যাত্মিকা (১৮৮০),
-'বামাতোষিণী' (১৮৮১),
- 'কৃষিপাঠ' (১৮৬১),
- The Zamindar and Royats.