ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
Solution
Correct Answer: Option D
ভূ -মধ্যসাগর ও আটলান্টিক মহসাগরের উত্তর অংশকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালি । বসফরাস প্রনালি কৃষ্ণসাগরের সাথে মর্মর সাগরকে ,হরমুজ প্রণালি পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগরকে আর পক প্রণালি বঙ্গোপসাগরকে ও পক উপসাগরকে যুক্ত করেছে ।