মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?

A ২ টি

B ৪ টি

C ৬ টি

D ৮ টি

Solution

Correct Answer: Option B

- হৃৎপিন্ড একটি পেশীবহুল অঙ্গ।
- এটি পৌণঃপৌনিক ছান্দিক সংকোচনের মাধ্যমে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত সারা দেহে সঞ্চালন ঘটায়।
- মানুষের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত।
- ওপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম অলিন্দ (Atrium) এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম নিলয় (Ventricles) বলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions