UN Women এর কার্যক্রম শুরু হয় কবে?

A ২০১০ 

B ২০১১ 

C ২০১২ 

D ২০১৩ 

Solution

Correct Answer: Option B

- ইউএন ওমেন বা জাতিসংঘ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা জাতিসংঘের অধীন একটি সংস্থা যা নারীর ক্ষমতা আনয়নে কাজ করে।
- ২০১১ সালের জানুয়ারিতে এই সংস্থাটি কাজ শুরু করে।
- চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট এর প্রথম নির্বাহী পরিচালক ছিলেন।
- বর্তমান নির্বাহী পরিচালকের নাম ফুমজিল মিয়াম্বো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions