Which tribe endures as one of the last Indigenous bastions found deep within the Amazon Rain-forest?
A Piripkura
B Yanomami
C Cinta Larga
D Chiquitano
Solution
Correct Answer: Option A
- Piripkura হল আমাজন অঞ্চলের একটি অত্যন্ত বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী।
- তারা এখনও অনেকটা বিচ্ছিন্নভাবে বাস করে এবং আধুনিক সভ্যতার সাথে খুব কম যোগাযোগ রাখে।
- তাদের জনসংখ্যা খুবই কম, যা তাদেরকে আমাজনের অন্যতম শেষ বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী হিসেবে পরিচিত করেছে।
- তারা ব্রাজিলের মাতো গ্রোসো রাজ্যের গভীর জঙ্গলে বাস করে।
- ব্রাজিল সরকার তাদের রক্ষার জন্য একটি বিশেষ সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠা করেছে।