According to the scientists, how many galaxies are there in the universe?
Solution
Correct Answer: Option D
- মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বা নক্ষত্রজগৎ বলে।
- এদের বিভিন্ন আকার ও আকৃতি রয়েছে, তবে এদের অধিকাংশই সর্পিলাকার বা উপবৃত্তাকার।
- সর্পিলাকার গ্যালাক্সিগুলো বৃহৎ আকৃতির এবং উপবৃত্তাকার গ্যালাক্সিগুলো বেশি উজ্জ্বল।
- জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্বে ১০০ থেকে ২০০ বিলিয়ন গ্যালাক্সি থাকতে পারে।