Which country's written constitution is the longest one?
Solution
Correct Answer: Option A
- ভারতের সংবিধান বিশ্বের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রসমূহের মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান।
- এই সংবিধানে মোট ২৫টি অংশে ৪৭০টি ধারা, ১২টি তফসিল এবং ১০৫টি সংশোধনী বিদ্যমান।
- এই সংবিধান ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে কার্যকর হয়।
- অন্যদিকে যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান।
- এটি ১৭ সেপ্টেম্বর, ১৭৮৭ সালে জেমস মেডিসন প্রণয়ন করেন, যা কার্যকর হয় ৪ মার্চ, ১৭৮৯ সালে।
- এ সংবিধানে ১টি প্রস্তাবনা ও ৭টি অনুচ্ছেদ রয়েছে।