What is the purpose of a compiler in programming?

A To convert source code into machine code

B To debug code

C To manage memory

D To create graphics Galaxy

Solution

Correct Answer: Option A

- কম্পাইলারের কাজ উচ্চস্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করা।
- কম্পাইলার গোটা প্রোগ্রামকে একবারে পড়ে এবং এক সাথে অনুবাদ করে।
- প্রোগ্রামে ভুল থাকলে সবগুলো ভুলকে একসাথে তুলে ধরে।
- কম্পাইলারের সাহায্যে প্রোগ্রামকে একবার যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করা হলে পরবর্তীতে প্রোগ্রামটি চালনার সময় আর অনুবাদের দরকার হয় না।
- কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হয়। এই প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে।
- বড় ধরনের কম্পিউটারে কম্পাইলার বেশি ব্যবহার হয়ে থাকে। ভিন্ন ভিন্ন প্রোগ্রামের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার দরকার হয়।
- এক ধরনের প্রোগ্রামের জন্য তৈরি কম্পাইলার অন্য ধরনের প্রোগ্রামের অনুবাদের জন্য ব্যবহার করা যায় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions