কম্পিউটারের জনক কে?
Correct Answer: Option C
১৮২১ সালে চার্লস ব্যাবেজ সর্বপ্রথম গিয়ার প্রযুক্তির একটি স্বয়ংক্রিয় হিসাব যন্ত্রের ধারণা দেন । পরবর্তীতে তিনি তার পরিকল্পনাকৃত যন্ত্রের ক্ষুদ্রাংশ নির্মাণ করে তার কার্যপ্রণালী সফলভাবে দেখাতে সক্ষম হন । তার এ প্রযুক্তির ফসল বর্তমান কম্পিউটার । তাই চার্লস ব্যাবেজ কে কম্পিউটারের জনক বলা হয় ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions