তিন বন্ধু একত্রে সমান আহার করল। ১ম ও ২য় বন্ধুর কাছে যথাক্রমে ১২টি ও ৯টি রুটি ছিল। ৩য় বন্ধু রুটির পরিবর্তে ৩৫ টাকা দিল। ১ম ও ২য় বন্ধু রুটির মূল্য বাবদ কত টাকা পাবে?

A ২০ টাকা ও ১৫ টাকা

B ৩০ টাকা ও ৫ টাকা

C ২৫ টাকা ও ১০ টাকা

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

প্রত্যেক বন্ধু ২১/৩ বা ৭ টি করে রুটি খেয়েছে। তাই, ১ম বন্ধু পাবে ৫ টি রুটির টাকা এবং ২য় বন্ধু পাবে ২ টি রুটির টাকা।

৭টি রুটির দাম ৩৫ টাকা
১ টি রুটির দাম ৩৫/৭ = ৫ টাকা

৫ টি রুটির দাম ৫ × ৫ = ২৫ টাকা 
২ টি রুটির দাম = ৫ × ২ = ১০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions