যদি ১০% সুদে ৩০০০ টাকা এবং ৮% সুদে ২০০০ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে মোট বিনিয়োগের উপর শতকরা কত সুদ পাওয়া যাবে?
A ৯%
B ৯.২%
C ৯.৫%
D ৯.৮%
Solution
Correct Answer: Option B
১০% হারে ৩০০০ টাকার সুদ = ৩০০০ × ১০/১০০
= ৩০০ টাকা
৮% হারে ২০০০ টাকার সুদ = ২০০০ × ৮/১০০
= ১৬০ টাকা
মোট সুদ = ৩০০ + ১৬০ টাকা
= ৪৬০ টাকা
∴ সুদের হার = (৪৬০/৫০০০) × ১০০%
= ৯.২%