মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বিজয় গাঁথা’ কোথায় অবস্থিত?

A ঢাকা সেনানিবাস

B রংপুর সেনানিবাস

C সিলেট সেনানিবাস

D যশোর সেনানিবাস

Solution

Correct Answer: Option B

মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য 'বিজয় গাঁথা' রংপুর সেনানিবাসে অবস্থিত । ৭ মার্চ ২০১৫ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক এ ভাস্কর্যটির ফলক উন্মোচন করা হয় । রংপুর সিটি করপোরেশনের অর্থিক সহযোগিতায় ও সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৫ লাখ টাকা ব্যয়ে 'বিজয় গাঁথা' ভাস্কর্যটি নির্মণ করা হয় । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions