সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?

A ৬:০৪:০৩

B ৬:০৫:০৪

C ১২ : ৮ : ৪

D ১৩:১২:০৫

Solution

Correct Answer: Option D

অপশন -এ ১২ + ৫ = ১৭ > ১৩ 

[ অর্থাৎ ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ] 

আবার, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তম বাহু (অতিভুজ)- এর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান । 

এখানে, ১২২ + ৫২ = ১৪৪ + ২৫ = ১৬৯ 

আবার, ১৩২ = ১৬৯ 

সমকোণী ত্রিভুজের শর্ত দুটি পূর্ণ হয় । সুতরাং অনুপাত ১৩ঃ১২ঃ৫ । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions