কোন গ্রন্থটি আলাওল রচিত?

A তোহফা

B নূরনামা

C ইউসূফ-জোলেখা

D মধুমালতী

Solution

Correct Answer: Option A

মধ্যযুগের আরাকান রাজসভার উল্লেখযোগ্য মুসলিম কবি আলাওল রচিত কাব্য তোহফা ।
তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থঃ
- পদ্মাবতী,
- হপ্তপয়কর,
- সিকান্দরনামা,
- সয়ফুলমুলুক-বদিউজ্জামাল,
- রাগতালনামা ।

- উওসুফ-জুলেখা ও মধুমালতী কাব্য রচনা করেন যথাক্রমে শাহ মুহম্মদ সগীর ও মুহম্মদ কবীর ।
- নুরনামা নামে একাধারে কাব্য রচনা করেন আবদুল হাকিম, আবদুল করিম ও মীর মুহম্মদ শফী । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions