বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয়?
Correct Answer: Option C
বাংলা কাব্যে 'ভোরের পাখি' বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে । ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করে বাংলা গীতিকবিতাকে নতুন এক প্রেরণা দান করেন বিহারীলাল । বাংলা গীতিকবিতায় তার অবদান স্বরূপ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন । অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি-বিশ্বকবি এবং ছদ্মনাম- ভানুসিংহ । কায়কোবাদের প্রকৃত নাম কাজেম আল কোরায়েশী । তার ছদ্মনাম-কায়কোবাদ । মোহিতলাল মজুমদারের ছদ্মনাম- কৃত্তিবাস ওঝা, সত্যসুন্দর দাস ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions