কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?

A শিশু ভোলানাথ

B রুদ্রমঙ্গল

C বালুচর

D লীলাবতী

Solution

Correct Answer: Option B

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ 'রুদ্রমঙ্গল' (১৯২৩) ।
তার আরো কয়েকটি প্রবন্ধগ্রন্থঃ
- যুগবাণী,
- রাজবন্দীর জবানবন্দী,
- ধুমকেতু,
- দুর্দিনের যাত্রী ।
তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
- অগ্নিবীণা,
- বিষের বাঁশী,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ছায়ানট,
- চক্রবাক,
- সঞ্চিতা,
- সিন্ধুহিন্দোল ।
অন্যদিকে শিশু ভোলানাথ ও বালুচর কাব্যগ্রন্থের রচয়িতা হলেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও জসীমউদদীন ।
'লীলাবতী' নামে নাটক ও উপন্যাস লেখেন যথাক্রমে র্দীনবন্ধু মিত্র ও হুমায়ূন আহমেদ । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions