‘নিদাঘ’ শব্দে ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer: Option C
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার । যথাঃ বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ ও বিদেশি উপসর্গ । বাংলা উপসর্গ ২১টি ও সংস্কৃত ২০টি । তবে-- আ, সু, বি, নি এ চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় উপসর্গেই রয়েছে । 'নিদাঘ' শব্দে 'নি' উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions