বাংলাদেশ ও বার্মা সীমান্ত নদী কোনটি?

A সাঙ্গু

B মাতামহুরী

C নাফ

D কর্ণফুলী

Solution

Correct Answer: Option C

বাংলাদেশ ও বার্মা তথ্য মিয়ানমারের সীমান্তবর্তী নদী নাফ । এটি কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ-পূর্ব কোণ দিয়ে প্রবাহিত, প্রলম্বিত খাঁড়ি সদৃশ ও মিয়ানমারের আরাকান থেকে কক্সবাজার জেলকে বিভক্তকারী নদী । ১.৬১ কিমি থেকে ৩.২২ কিমি প্রস্থবিশিষ্ট এই নদী জোয়ারভাটা প্রবণ । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions