ম্যানগ্রোভ কি?
Correct Answer: Option B
ম্যানগ্রোভ বলতে উপকূলীয় বন বা জোয়ারভাটায় প্লাবিত বিস্তীর্ণ জলাভূমিকে বোঝায় । এটি একটি আন্তপ্লাবিত জলাভূমি । যা বিভিন্ন স্তরের পারস্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন- পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত । লক্ষণীয়, বাংলাদেশে অবস্থিত ম্যানগ্রোভ বন (সুন্দরবন) পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions