বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত ?

A ৫ম

B ৬ষ্ঠ

C ৭ম

D ৯ম

Solution

Correct Answer: Option A

- বাংলাদেশের সংবিধানে ৭টি তফসিল রয়েছে। যথা:

প্রথম তফসিল- অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
দ্বিতীয় তফসিল- বিলুপ্ত,
তৃতীয় তফসিল- শপথ ও ঘোষণা,
চতুর্থ তফসিল- ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি,
পঞ্চম তফসিল- ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ,
ষষ্ঠ তফসিল- ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা,
সপ্তম তফসিল- ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions