আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে-
Correct Answer: Option C
আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী । আর, এই প্রণালী দেশ ভিত্তিক পৃথক করেছে মরক্কো ও স্পেনকে । অন্যদিকে, মালাক্কা প্রণালী সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে এবং ফ্লোরিডা প্রণালী ফ্লোরিডা ও কিউবাকে পৃথক করেছে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions