গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
Correct Answer: Option C
গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে । ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন । এর নকশা তৈরি করেন স্যার ক্রিষ্টোফার রেন । পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় (GMT) তা মেনে নেয়া হয় ১৮৮৪ সালে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions