কোন সালকে ভিত্তি ধরে হিজরী সাল গণনা শুরু হয়?
A ৬২৪ খ্রিঃ
B ৬২৮ খ্রিঃ
C ৬২২ খ্রিঃ
D ৬৩২ খ্রিঃ
Solution
Correct Answer: Option C
- ৬২২ সালে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহম্মদ (স.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন।
- হিজরতের এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে ইসলামের ২য় খলিফা হযরত ওমর (রা.) ৬৩৮ সালে হিজরী সন প্রবর্তন করেন বা গণনা শুরু করেন।