একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত?
Correct Answer: Option A
দুধ ও পানির অনুপাত ৫ঃ১ হলে উত্তর হবে ২ লিটার ।
ধরি, দুধের পরিমাণ ৫x লিটার, পানির পরিমাণ x লিটার
৫x - x = ৮
=> ৪x = ৮
x = ২
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions