কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো কত তারিখ মারা যান?

A ২৫ নভেম্বর ২০১৬

B ২৬ ডিসেম্বর ২০১৬

C ২৯ নভেম্বর ২০১৬

D ৩০ ডিসেম্বর ২০১৬

Solution

Correct Answer: Option A

কিউবা বিপ্লবের মহানায়ক ফিদেল ক্যাস্ত্রো ( ১৯২৬ - ২০১৬ ) ৯০ বছরের ঘটনাবহুল বর্ণাঢ্য জীবনকে বিদায় জানিয়ে ২৫ নভেম্বর ২০১৬ মৃত্যুবরণ করেন । রাষ্ট্রীয়ভাবে ৯ দিনের শোক পালন শেষে ৪ ডিসেম্বর ২০১৬ ক্যাস্ত্রোর দেহভস্ম কিউবার পূর্বাঞ্চলীয় শহর ‘ কিউবা বিপ্লবের সূতিকাগার ’ সান্টিয়াগো দ্য কিউবার ইফিজেনিয়া সমাধিসৌধে দেশটির জাতীয় বীর ও ঊনবিংশ বিপ্লপের নায়ক হোসে মার্তির সমাধির পাশে অন্তিম শয়ানে শায়িত করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions