Solution
Correct Answer: Option D
উত্তরবঙ্গের নাটোর জেলা শহর থেকে তিন কিমি উত্তর - পূর্ব দিকে দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত ‘উত্তরা গণভবন ' । ৪৩ একর ভূমির ওপর রাজা দয়ারাম রায় দিঘাপাতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন আরও কিছু ভবন নির্মাণ করেন । ১৯৫১ সালে তৎকালীন সরকার কর্তৃক প্রজাস্বটব আইন অনুযায়ী ভবনটি অধিগ্রহণ করা হয় এবং ১৯৬৭ সালের ২৪ জুলাই গভর্নর হাউস ' হিসেবে ঘওষণা করেন । বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নাম পরিবর্তন করে ‘উত্তরা গণভবন ’ নামকরণ করেন ।