“এ মাটি সোনার বাড়া“ - এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

A বিশেষণের অতিশায়ন

B রূপবাচক বিশেষণ

C উপাদানবাচক বিশেষণ

D বিধেয় বিশেষণ

Solution

Correct Answer: Option A

বিশেষণ পদ যখন দুই বা ততােধিক বিশেষ্য পদের মধ্যে গুণ , অবস্থা , পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে , তাকে বিশেষণের অতিশায়ন বলে । এ ধরনের বিশেষণ প্রকাশে কখনাে কখনাে ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দে ষষ্ঠী বিভক্তিই চেয়ে , থেকে প্রভৃতি শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় । যেমন - এ মাটি সােনার বাড়া ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions