বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলার নিচু ভূমির (low land) পরিমাণ সবচেয়ে বেশি?

A হবিগঞ্জ

B গোপালগঞ্জ

C কিশোরগঞ্জ

D মুন্সীগঞ্জ

Solution

Correct Answer: Option C

মৌসুমী বায়ু প্রবাহের সময় সাধারণত নিম্নভূমি ১৮০ সেমি - ২৭৫ সেমি পর্যন্ত প্লাবিত হয় । নিম্নভূমি বলতে হাওর ও বাঁওড় অঞ্চলকে বােঝানাে হয় । বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বাের্ডের তথ্যমতে , কিশােরগঞ্জে হাওরের সংখ্যা ১২২টি । যার আয়তন ১ , ৮২ , ১০৩ হেক্টর । হবিগঞ্জে হাওরের সংখ্যা ৩০টি , যার আয়তন ৩৯ , ১৩২ হেক্টর ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions