কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ধর্ম ইসলাম?
Solution
Correct Answer: Option C
বাংলাদেশে বর্তমানে ৪৫টি নৃ - গোষ্ঠী বসবাস করে । এর মধ্যে একমাত্র পাঙন উপজাতিই ধর্মীয়ভাবে মুসলমান । পাঙন উপজাতিরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বসবাস করে । এরা পারিবারিকভাবে পিতৃতান্ত্রিক । বাংলাদেশ ছাড়া ভারতের মণিপুর , আসাম ও ত্রিপুরাতেও অধিকসংখ্যক জনসাধারণ বসবাস করছে ।