বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
Correct Answer: Option C
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার বা ডিজাইনার কামরুল হাসান । তার প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান । চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতির মিশ্রণ ঘটিয়ে তিনি 'পটুয়া কামরুল হাসান' নামেও পরিচিতি লাভ করেন । চিত্রকলায় অসাধারণ অবদানের জন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পুরষ্কার ও সম্মানে ভুষিত হলেও বিশেষ করে তার 'তিন কন্যা' ও 'নাইওর' চিত্রকর্ম অবলম্বনের প্রেক্ষিতে যথাক্রমে যুগোশ্লোভিয়া সরকার (১৯৮৬) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) দুটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে । ৬ জুন ১৯৭০ শিবনারায়ণ দাস জাতীয় পতাকার প্রথম নকশা তৈরি করেন ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions