পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?

A যুদ্ধ

B বিদ্রোহী পদ্মা

C রক্তাক্ত প্রান্তর

D পরাক্রম

Solution

Correct Answer: Option C

পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক' রক্তাক্ত প্রান্তর' । মুনীর চৌধুরী রচিত প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক এটি । উল্লেখ্য , নাট্যকার ইতিহাস থেকে এ নাটকের কাহিনি গ্রহণ করেননি , গ্রহণ করেছেন কায়বােবাদ রচিত 'মহাশ্মশান' মহাকাব্য থেকে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions