বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে?

A ঢাকা বিশ্ববিদ্যালয়ে

B বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে

C জাতীয় যাদুঘরে

D জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে

Solution

Correct Answer: Option D

--বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয় ১৯৬৪ সালে ঢাকা পরমাণু শক্তি কেন্দ্রে। 
এর মডেল ছিল IBM. 1620. এটি বর্তমানে বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে 
সংরক্ষিত আছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions