কোনটি অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ?

A ভারা ভারা

B ছম ছম

C হাতে নাতে

D নেই নেই

Solution

Correct Answer: Option B

'ছম ছম ' অব্যয়বাচক দ্বিরুক্তি । যেমন -ভয়ে গা ছম ছম করছে । 'ভারা ভারা' দ্বিরুক্তি শব্দটি বিশেষণরূপে ব্যবহৃত হয় ।যেমন - রাশি রাশি ভারা ভারা ধান কাঁটা হলো সারা । 'হাতে নাতে ' পদাত্মক দ্বিরুক্তি , 'নেই নেই ' ক্রিয়াবাচক দ্বিরুক্তি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions