Solution
Correct Answer: Option B
'ছম ছম ' অব্যয়বাচক দ্বিরুক্তি । যেমন -ভয়ে গা ছম ছম করছে । 'ভারা ভারা' দ্বিরুক্তি শব্দটি বিশেষণরূপে ব্যবহৃত হয় ।যেমন - রাশি রাশি ভারা ভারা ধান কাঁটা হলো সারা । 'হাতে নাতে ' পদাত্মক দ্বিরুক্তি , 'নেই নেই ' ক্রিয়াবাচক দ্বিরুক্তি ।