বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?

A বেঙ্গল গেজেট

B সম্বাদ প্রভাকর

C সম্বাদ কৌমুদী

D বঙ্গদর্শন

Solution

Correct Answer: Option B

১৮৩১ সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় । এ পত্রিকাটি ১৮৩৯ সালে বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় । তার সম্পাদিত অন্যান্য পত্রিকা সংবাদ রত্নাবলী ( ১৮২৫ ) , সংবাদ সাধুরঞ্জন ( ১৮৪৭ ) ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions